চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

তিন খান’র গোপন বৈঠক

২৭ এপ্রিল, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিন খান শাহরুখ, সালমান ও আমির। আশি ও নব্বইয়ের দশক থেকে ইন্ডাস্ট্রিতে তাদের বিচরণ। মাঝে আরব সাগর দিয়ে বয়ে গেছে বহু ঢেউ। তিন বন্ধুর সম্পর্কের মধ্যে একাধিক বার দেখা গেছে তিক্ততার মেঘ। বর্তমানে আবার তাদের কেরিয়ার গ্রাফও একটু নি¤œমুখী। তবে অতীতের সব খারাপ লাগা ভুলে আবার এক হয়েছেন শাহরুখ, সালমান, আমির। একে অপরের ছবিতে ক্যামিও করছেন। এগিয়ে যাচ্ছেন বন্ধুর ছবির প্রচারেও। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আমির ও সালমানকে দেখা যায় কিং খানের অন্দরমহলে। শাহরুখ খানের সঙ্গে তার বাড়ি মান্নাতে আড্ডা মারতে গিয়েছিলেন তারা। সন্ধ্যাবেলা শুরু হওয়া তিন বন্ধুর সেই আড্ডা চলে গভীর রাত পর্যন্ত।
এরপরেই বিভিন্ন মহলে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। কারও মত, তিন খানেরই শেষ ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। নিজেদের ক্যারিয়ার নিয়েই নাকি আলোচনায় বসেছিলেন শাহরুখ-সালমান-আমির। আবার কারও কারও মত, অদূর ভবিষ্যতে হয়তো একসঙ্গে কাজ করতে চলেছেন তিন খান। তারই আলোচনা পর্ব সারতে গোপন বৈঠক বসেছিল মান্নাতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট