চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

জোভান’র ‘প্রযত্ন পা-ুলিপি’

২৭ এপ্রিল, ২০১৯ | ২:২৯ পূর্বাহ্ণ

‘যেভাবে সন্ধ্যা নামে’, ‘জোর জব্বর’সহ একাধিক একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তাসনুভা তিশা। ‘প্রযত্ন পা-ুলিপি’ একক নাটকে আবারো জুটি বেঁধে অভিনয় করলেন তারা। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল।
গল্প প্রসঙ্গে পরিচালক জানান, প্রীতমের ইচ্ছে, ভবঘুরে হয়ে পৃথিবী দেখবে আর লিখবে। কিন্তু মায়ের জন্য সেটা আর সম্ভব হয়ে উঠেনি। তবে গ্রাম ছেড়ে ঢাকায় চলে এসেছে সে। একটি বইয়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করে। চাকরির বেতন দিয়েই বৃদ্ধ মায়ের খাবার ও ওষুধের খরচ জোগায়। ভবঘুরে না হতে পারলেও প্রীতম এই ভেবে তৃপ্ত যে, বিনা খরচায় প্রতিদিন নতুন নতুন বই পড়তে পারছেন। তার দোকানের নিয়মিত বই ক্রেতা মহুয়া নামের একটি মেয়ে। ধীরে ধীরে মহুয়ার সঙ্গে প্রীতমের ভালো সম্পর্ক গড়ে উঠে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। নাটকটিতে প্রীতম চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর মহুয়া চরিত্রে দেখা যাবে তিশাকে। এছাড়াও অভিনয় করেছেন সায়েম সামাদ, রিপা রঞ্চনা প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচার হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট