চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

প্রথমবার পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বসিত বাহরাইনের প্রবাসী বাংলাদেশিরা

বাহরাইন প্রতিনিধি

২৩ জানুয়ারি, ২০২৬ | ৩:৫৫ অপরাহ্ণ

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার এই মুহূর্তকে তারা দেখছেন এক ঐতিহাসিক অর্জন হিসেবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাহরাইনে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় প্রবাসীরা ডাকযোগে ব্যালট হাতে পেয়েছেন। অনেকেই জানিয়েছেন, এই সুযোগ তাদের জন্য দেশের প্রতি দায়বদ্ধতা ও নাগরিক অধিকার বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
একজন প্রবাসী ভোটার বলেন, “অনেক বছর ধরে প্রবাসে আছি, কিন্তু দেশে গিয়ে ভোট দেওয়া সম্ভব হয়নি। আজ পোস্টাল ব্যালট হাতে পেয়ে সত্যিই গর্ব অনুভব করছি।”
আরেক প্রবাসী জানান, “ভোট দেওয়া একজন নাগরিকের মৌলিক অধিকার। প্রবাসে থেকেও সেই অধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত।”
একজন তৃতীয় ভোটার যোগ করেন, “প্রথমবার প্রবাস থেকে ভোট দেবো। এই অনুভূতি সত্যিই বিশেষ। আশা করি ভবিষ্যতে প্রক্রিয়াটি আরও সহজ হবে।”
প্রবাসীরা মনে করছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত হওয়া শুধু ভোট দেওয়ার সুযোগ নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রবাসীদের অবদানের স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি প্রবাসী এর আওতায় আসবেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট