
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাহিল জামান (১২) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
নিহত সাহিলের পরিবারের ঘনিষ্ঠ এবং বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই’র এডমিন নাজমা সুলতানা জানান, পুত্র-কন্যাসহ প্রকৌশলী মোহাম্মদ জামান স্বপন ও তার স্ত্রী নারী উদ্যোক্তা নাজমুন নাহার বাবলি গত ৩১ ডিসেম্বর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে সবাই আহত হন। তিনজন প্রাথমিক চিকিৎসা নিলেও একমাত্র পুত্র সাহিলকে মাথায় গুরুতর জখম নিয়ে উম্ম আল কুয়েইন শেখ খালিফা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সে মৃত্যুবরণ করে। সাহিলের লাশ বর্তমানে হাসপাতালটির হিমঘরে রাখা হয়েছে।
পূর্বকোণ/এএইচ