
সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দুবাইয়ের মুশরিফ পার্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মোহাম্মদপুর প্রবাসী ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি প্রথমবারের মতো প্রবাসীদের সামনে আত্মপ্রকাশ করে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজান উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়ন, গরীব-দুঃখী ও মেহনতি মানুষের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, এবং প্রবাসী মোহাম্মদপুরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরুহয়।
সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রবাসী মোহাম্মদপুরবাসীর মিলনমেলা ঘটে। ছিল ঐতিহ্যবাহী মেজবান, যা পুরো অনুষ্ঠানের আবহকে আরো প্রাণবন্ত করে তোলে। স্মৃতিচারণ, পরিচিতি বিনিময় ও আবেগঘন মুহূর্তে পুরো মুসরিক পার্ক মোহাম্মদপুরের এক প্রীতিময় প্রবাসী মিলনমেলায় পরিণত হয়।
প্রীতি সমাবেশে সংগঠনের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়—শিক্ষা, সভ্যতা ও সমৃদ্ধির ধারায় মোহাম্মদপুরকে বাংলাদেশের অন্যতম মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। পাশাপাশি প্রবাসী সমাজে দল-মত নির্বিশেষে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায়ত্ব ও দারিদ্র্য দূর করে একটি শান্তির প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আমিরাতের ব্যবসায়ী ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ সাইফুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবখতেয়ার হোসেন চৌধুরী, প্রকৌশলী শামসুল আলম, আজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, আইয়ুব খাঁন, জাহেদ হোসেন চৌধুরী, ফজলুল ইসলাম, নয়ন আলমগীর এবং জনাব খোন্দকার শহীদুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শওকত ওসমান, মোহাম্মদ আজমগীর আর্জু, জহির উদ্দিন বাবর, মঈনুদ্দীন মাসুদ, আহমেদ শরীফ রুবেল, তৌতিদুল আলম, রবিউল হোসেন রোমান, ইকবাল হোসাইন মনসুর, নাছের জিলানী, সাব্বির আলম, মোহাম্মদ জামশেদ, জামিল উদ্দিন লিমন, রবিউল হোসেন, খোন্দকার জিয়াউল হক ও আরিফ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ শাহনেওয়াজ।
অনুষ্ঠান শেষে দড়ি টানা, হাড়িভাঙ্গা, পিলু পাসিংসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়। সারাদিনব্যাপী আনন্দ উৎসব শেষে বিকেল পাঁচটায় আমিরাতের ৫৪তম জাতীয় দিবসের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পূর্বকোণ/