
আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আবুধাবি শাখা ও মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আবুধাবিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার আয়োজিত প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মো.শাহাজাহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন ও নাসির উদ্দীনের যৌথ সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও নাত এ রাসুল (সাঃ) পেশ করেন মিলাদুন্নবী প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো.এম-এ মুছা ও মো.ফোরকান ক্বাদেরী।
এতে উলামায়ে কেরামগণ ঈমান ও আকিদা নিয়ে রসুলল্লাহ (সা:) এর নির্দেশিত সুন্নাহর পথ অনুসরণেই মুক্তি বলে অভিমত দেন। মিলাদ, কিয়াম,দরুদ পাঠ শেষে ইসলামি উম্মাহর শান্তি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ