
ওমরাহ পালনকারীদের জন্য বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরব সরকার। বুধবার (২০ আগস্ট) এ প্ল্যাটফর্ম উদ্বোধন করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মুসলিমকে স্বাগত জানানো এবং আধুনিক, সহজলভ্য ও উচ্চমানের সেবা প্রদান করে হজ ও ওমরাহ যাত্রাকে উন্নত করা।
প্ল্যাটফর্মটির মাধ্যমে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসার পাশাপাশি আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব সেবা অনলাইনে বুক করতে পারবেন সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজ জানিয়েছে, নুসুক ওয়েবসাইটের মাধ্যমে এসব সেবা পাওয়া যাবে। এর উদ্দেশ্য হলো ওমরাহ সেবার মান উন্নয়ন, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।
‘নুসুক উমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য অনুমোদিত এজেন্টদের পাশাপাশি নতুন একটি বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ অথবা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, পরিবহন কিংবা ট্যুর বুক করার সুযোগ পাবেন।
পূর্বকোণ/অভি/জেইউ