চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

বাহরাইনে রমাদান কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত বাহরাইন, ক্রিকেট, রমাদান কাপ, ফাইনাল
রমাদান কাপ ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে খেলোয়াড়দের সাথে অতিথিরা

বাহরাইনে রমাদান কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২৫ | ১১:১৮ অপরাহ্ণ

বাহরাইন ক্রিকেট ফেডারেশনের সহযোগিতায় বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি বাহরাইনে মাসব্যাপী রমাদান কাপ ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় রাত ১০টায় হামেলা ও আর এফ একাডেমি গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রধান অতিথি ছিলেন বাহরাইন ক্রিকেট বোর্ডের সভাপতি সামি মোহাম্মদ আলী ও সভাপতিত্ব করেন বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আরিফুল হক।

 

ফাইনালে কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাহরাইন ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব। এই টুর্নামেন্টের পর্দা উঠেছিল রমাদান মাসের ৭ মার্চ। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকাসহ ১২টি দল।

 

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বাহরাইনস্থ সামাজিক ও বাংলাদেশি ব্যাবসায়িক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশি প্রবাসীরা এবং সাংবাদিকসহ আরো অনেকে।

 

প্রধান অতিথি সামি মোহাম্মদ আলী বলেন, বাহরাইনে বাংলাদেশিদের ক্রিকেট বিষয়ক সব ধরনের সহযোগিতা করতে বাহরাইন ক্রিকেট বোর্ড সবসময় প্রস্তুত।

 

বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, তার সংগঠন সবসময়ই ক্রিকেটারদের পাশে আছে এবং তাদের মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবেন।

 

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট