চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

বাংলাদেশ স্কুল বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু

বাহরাইন প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২৫ | ৭:৩৪ অপরাহ্ণ

প্রতিবছরের ন্যায় বাহরাইন বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ঢাকা বোর্ডের অধীনে বাহরাইনে বাংলাদেশ স্কুল কেন্দ্রে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাহরাইন স্থানীয় সময় সকাল ৭টায় বাংলাদেশের সাথে মিল রেখে এই পরীক্ষা শুরু হয়।

এ বছর পরীক্ষার্থী ছিল ৬৯ জন। পরীক্ষা চলাকালীন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষায় দায়িত্বরতদের সাথে কথা বলেন। পরীক্ষা হলের পরিবেশ ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুলের অধ্যক্ষসহ এসএসসি পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান।

এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর ও দূতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস এবং প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট