চট্টগ্রাম রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ঈদ করতে দেশে এসে দুবাই প্রবাসীর আর ফেরা হল না

ইউএই প্রতিনিধি

৬ এপ্রিল, ২০২৫ | ৮:৫৪ অপরাহ্ণ

শেফায়েত আবির তন্ময় (২৩) নামে দুবাই প্রবাসী দেশে পরিবারের সদস্যদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে এসে স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ রবিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন।

 

তন্ময় সাতকানিয়ার ৮ নম্বর ওয়ার্ড ইছামতিকুল গোলাম কাদের চৌধুরী বাড়ির শফিউল আলম চৌধুরীর ছেলে।

 

তার দুবাই প্রবাসী ফুফাতো ভাই রিদওয়ানুর রশিদ রিয়াদ জানান, পরিবারের তিন ছেলের মধ্যে কনিষ্ঠ তন্ময় দুই বছর আগে দুবাইয়ে একটি হোটেলে চাকরি নিয়ে যান। মঙ্গলবার (১ এপ্রিল) তিনি দেশে আসেন। আজ ভোর সাড়ে তিনটার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

উল্লেখ্য, ২০১৭ সালে এমনই এক ঈদের দিনে প্রবাসী তার মেঝভাইকে হারান, ২০২০ সালে হারান বাবাকে। দুজনেরই স্ট্রোকে মৃত্যু হয়েছিল।

 

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট