বাহরাইনে ‘আল-বারাকা কনট্রাক্টিং’ এর উদ্যোগে আয়োজিত ‘আল-বারাকা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন সোমবার (৩১ মার্চ) বাহরাইন এর উম্ম আল-হাসাম ফুটবল ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ‘কুমিল্লা কিংস স্পোর্টিং ক্লাব’ দলটি ‘মানামা ফুটবল ক্লাব’ দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ঈদের আমেজে খেলা উপভোগ করতে মাঠে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টের প্রধান আয়োজক মহিউদ্দিন, সিআইপি -এর সভাপতিত্বে নাজমুল হাসান (সোহাগ) -এর পরিচালনায় এবং মোহাম্মদ ইস্রাফিলের সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের প্রথম সচিব (শ্রম) জনাব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাজিদ আলী (বাহরাইনি), ঈসা সাইফ আলী (বাহরাইনি), বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খাইরুল বাশার সাহেব, আল মারুফ, আরফিন উল ইসলাম, মামুন মজুমদার, আক্তারুজ্জামান সরকার, রফিকুল ইসলাম, কালাম মজুমদার সহ আরো অনেকে।পরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে আমন্ত্রিত অতিথিরা ট্রফি তুলে দেন।
উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টটি গত ২৭ মার্চ শুরু হয়েছিল এবং এতে ৭টি প্রবাসী বাংলাদেশি দল অংশগ্রহণ করে। ট্রফি গ্রহণ করেন কুমিল্লা কিংস ফুটবল ক্লাব এর সভাপতি, জনাব নাসির উদ্দিন ও অধিনায়ক বাস বাবু এবং ইসরাফিল হোসাইন।
পূর্বকোণ/সুকান্ত/আরআর