যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
রবিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৩৮ মিনিটে দেশটির হামাদ টাউন হামেলা জামে ইউসুফ সামী আল জায়ানি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন শায়েখ আল-আমিন বিন ইলিয়াছ হাফিঃ।
নামাজ শেষে সবাই একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করে বিশেষ আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর।
এই সময় অত্র মসজিদের প্রতিষ্ঠাতা শায়েখ ইউসুফ সামী আল জিয়ানী সকলকে ঈদের শুভেচ্ছা বয়ান দেন। ঈদ জামাতে যেতে পারায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পূর্বকোণ/সুকান্ত/জেইউ