চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

কুয়েত প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৫ | ১১:৩৬ পূর্বাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং এক মাস সিয়াম সাধনা পর উৎসবমুখর আমেজের মধ্যদিয়ে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

আজ রবিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে জুমা মসজিদসহ প্রবাসী অধ্যুষিত অঞ্চলে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

কুয়েত সিটির গ্রান্ড মসজিদে সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এই মসজিদের ১০ হাজার পুরুষ ও ১ হাজার মহিলা নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে।

প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের ১৮টি মসজিদের বাংলা ঈদের খুতবা পাঠ করে বাংলাদেশি খতিবগণ। এতে আশপাশের এলাকা থেকে বাংলাদেশিরা বন্ধুবান্ধব মিলে এবং স্ত্রী, সন্তানদের নিয়ে প্রবাসী পরিবারগুলো বাংলা খুতবা শুনতে ও ঈদের নামাজ আদায় করতে আসেন মসজিদে।

আবদালি, রিগাই, জাহারা অফরা, হাসাবিয়াসহ দেশটির উন্মুক্ত মাঠে বিভিন্ন দেশের প্রবাসীদের বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার প্রবাসী এই ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।

ঈদ জামায়াত শেষে দেশে থাকা পরিবার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

 

পূর্বকোণ/সাদেক/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট