চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বাহরাইনে যমুনা টিভির সাংবাদিককে হুমকির অভিযোগে প্রতিবাদ সভা

বাহরাইন প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৫ | ১২:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাহরাইনের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা (১৪ মার্চ) শুক্রবার সন্ধ্যায় মানামা গালফ গেট হোটেলে এক প্রতিবাদ সভার আয়োজন করেন।

 

এ সময় যমুনা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদারকে বাহরাইন বিএনপির নতুন সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানান বিএমএসএফ বাহরাইনের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা বলেন, বৃহস্পতিবার বাহরাইনে সামাজিক সংগঠনের ইফতার মাহফিলে দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমানের উপস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে কলঙ্কিত করেছে। ইফতার অনুষ্ঠানে নেতাদের পদ পদবি উল্লেখ না করার কারণে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চন্নুকে হামলা করতে এগিয়ে আসেন বিএনপির নতুন সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনসহ আরও কয়েকজন।

 

এ সময় গণমাধ্যমকর্মী মো. স্বপন মজুমদার এই অপ্রীতিকর ঘটনা কাভার করতে গেলে নাছির উদ্দিন তাকে হুমকি দেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। এমনকি তাকে দেখে নেওয়ার হুমকিও দেন যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

 

আমরা মনে করি, স্বাধীন সাংবাদিকতার ওপর এমন আক্রমণ মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব।

 

আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন (বিএমএসএফ) এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট