বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় দেশটির রামী গ্যান্ড হোটেল (সিফ বাহরাইনে) অনুষ্ঠিত হয় এই নির্বাচন।
নির্বাচিতরা হলেন, আইনুল হক সরকার, মোহাম্মদ জসিম উদ্দিন, যৌথভাবে আক্তারুজ্জামান সরকার এবং নোমান উদ্দিন মনির, তোফাজ্জল হোসেন মুকুল, মোহাম্মদ মকবুল আহমেদ, মিজানুর রহমান, আল মারুফ এবং রফিকুল ইসলাম।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার। আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ. কে. এম মহিউদ্দিন কায়েস। শ্রম সচিব মাহফুজ রহমানসহ বাহরাইনস্থ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ থেকে দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম বিজনেস ফোরামের বিগত দিনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে নবনির্বাচিত কমিটিকে অডিও বার্তায় আগাম শুভেচ্ছা জানায়।
সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মমিনুর রহমান (অব.) নবনির্বাচিত কমিটিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুয়িজ চৌধুরী। কমিশনার ছিলেন আবু বকর চৌধুরী, প্রকৌশলী হুমায়ুন কবির, ড. শাহ আলম এবং প্রকৌশলী গিয়াসউদ্দিন।
বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশ বিজনেস ফোরামের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশ স্কুলের উন্নয়নে কাজ করার জন্য বিজনেস ফোরামের প্রতি আহবান করেন।
পরিশেষে মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন মাওলানা আলী হোসেন।
পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ