বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা সংকটকালীন অর্থনীতি থেকে দেশকে উত্তরণে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমানের উম্ম আল মুমেনিন উইমেন্স এসোসিয়েশন মিলনায়তনে ইউএই বাংলাদেশি কমিউনিটি আয়োজিত রেমিট্যান্স সচেতনতা সৃষ্টি, এনআরবি সিআইপি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করতে গিয়ে প্রবাসীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন; সরকার প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের মধ্য দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, প্রবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ স্থাপন, পাসপোর্ট সেবায় হয়রানি বন্ধসহ সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
তিনি বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে সিআইপি সম্মাননা অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা নিজ কর্মক্ষেত্রে সফল হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশে বিনিয়োগকে সহজতর করা হয়েছে উল্লেখ করে তিনি প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন থেকে মুক্তির জন্য জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের ইতিহাসে এক বিরলতম অধ্যায়।এ অভ্যুত্থান মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। বাংলাদেশকে তার গৌরবময় অতীত ফিরিয়ে দিতে জাতীয় ঐকমত্য প্রয়োজন, ঐক্যের মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ইয়াকুব সুনিকের সভাপতিত্বে এবং কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজমান শাসক পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল-নুয়াইমি, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ের কনসাল জেনারেল রাশেদুজ্জামান। আরও ছিলেন উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের প্রধান সমন্বয়ক প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব শিবলী আল সাদিক প্রমুখ।
পূর্বকোণ/মাহমুদ