চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন

ইউএই প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কন্স্যুলেটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিযানুর  রহমানের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গনে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তােলনের  মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স । অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বৃন্দ।

 

এতে চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে শোষণ ও বৈষম্য মুক্ত একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার (লেবার) আবদুল আওয়াল, কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা)  সাইফুল ইসলাম, লেবার কাউন্সিলর (লোকাল) লুৎফুন নাহার নাজিম, বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে শিশু, কিশোর কিশোরীদের অংশগ্রহণে আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

এদিকে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর উদ্বোধন  করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার, শ্রম কাউন্সেলর আব্দুস সালাম, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান আশফাক হোসেনসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

 

পতাকা উত্তোলন শেষে মহান ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন