চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

বাহরাইন সংবাদদাতা

১৭ ডিসেম্বর, ২০২৪ | ১২:৫৫ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল বাংলাদেশ দূতাবাসের, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বাহরাইনে বাংলাদেশে কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি ব্যবসায়ীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস।

 

পতাকা উত্তোলন শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পৃথক পৃথক বাণী পাঠ করেন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট নীরবতা পালন করেন। পরে বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স একে মহিউদ্দিন এম কায়েস, শ্রম কাউন্সিলর (লেবার উইং) মাহফুজুর রহমানসহ, দূতাবাসের সকল প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট