চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সৌদিতে ৩ কোটি ৩৫ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি রুবেল

ইউএই প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২৪ | ৭:২২ অপরাহ্ণ

এবারের আবুধাবির বিগ টিকেটের (২৭০ সিরিজে) সাপ্তাহিক মিলিয়নিয়ার ই-ড্র সিরিজে ১ মিলিয়ন দিরহাম পুরস্কার জিতেছেন সৌদি প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রুবেল। বাংলাদেশি টাকায় যা ৩ কোটি ৩৫ লাখ টাকা। ৩৬ বছর বয়সী এই তরুণ ব্যবসায়ী বিগত ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন।

 

২০২০ সাল থেকে তিনি বিগ টিকেট কিনে আসছেন, কখনো একা, কখনো বা গ্রুপে। ২৭০ সিরিজের গ্রান্ড ড্র অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি। যাতে প্রথম পুরস্কার থাকবে ৩০ মিলিয়ন দিরহাম।

 

এর আগে বিগ টিকেটের ২৬৯ সিরিজে একই সৌদি প্রবাসী হারুনুর রশিদ বিএমডব্লু গাড়ি জেতেন যার দাম ছিল সাড়ে ৪ লাখ দিরহাম বা দেড় কোটি টাকা। এই ড্রতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম গোল্ড বার জেতেন দুই বাংলাদেশি। এতে ১০ম ও ২০তম দিনে যে দুই বাংলাদেশি গোল্ডবার জেতেন তারা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিন।

 

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন