চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ইউএই প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৪ | ১:৫৯ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জামাল (৫৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

 

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আল আইনের আল খতম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল সন্দ্বীপের হরিশপুর ১নং ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

 

নিহতের সহকর্মী প্রবাসী আবুল খায়ের জানান, জামাল বাইকে করে তার কর্মস্থল আল আইনের আল খতম এলাকা থেকে কেনাকাটার জন্য পার্শ্ববর্তী সুপারমার্কেটে যাচ্ছিলেন। পথে একটি ফোর হুইলারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

এ ঘটনায় জড়িত আরব নাগরিককে আটক করে গাড়িটি জব্দ করেছে পুলিশ। তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে জামালের মরদেহ দেশে আনা হয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট