চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবি

কুয়েত প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৪ | ১২:০৪ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম, কুয়েতের উদ্যোগে শুক্রবার ২২ ডিসেম্বর রাতে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কুয়েতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী সিরাজদৌল্লাহ।

তরুণ ব্যবসায়ী আবু হানিফ এরশাদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট পুনরায় চালুসহ বিগত ফ্যাসিস্ট সরকার আমলে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়েও বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, হেফাজতে ইসলাম কুয়েত শাখার আমীর শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী।

সমাবেশে মতামত পেশ করেন সমন্বয়ক মো. মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কাজী ইকবাল, মো. আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মো. শাহাবুদ্দিন, মো. সুমন, মো. পলাশ প্রমুখ।

পূর্বকোণ/সাদেক/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট