চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

শারজায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বাংলাদেশি হতাহত

ইউএই প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৪১ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সংঘটিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ আমিরুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি নিহত এবং আরেকজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।

 

নিহত আমিরুলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পরিকোট গ্রামের চেয়ারম্যান বাড়ি এবং বাবার নাম মো. নুরুল ইসলাম।

 

আমিরুলের মামা আমিরাত প্রবাসী মোহাম্মদ শাহজাহান জানান, গত ৮ নভেম্বর শারজার সানাইয়াহ ৪ নম্বর ইন্ডাস্ট্রিয়াল জোনে বাংলাদেশি মালিকানাধীন তারিক আল আমান ওয়ার্কশপে একটি পেট্রোল ট্যাংক ওয়েল্ডিং করার সময় ট্যংকটিতে অতর্কিত আগুন ধরে যায়। তা গ্যাস সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটলে আমিরুল ও তার অপর সহকর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে শারজাহ আল কাসেমি হাসপাতালে ভর্তি করা হলে আমিরুলের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে আবুধাবির বিশেষায়িত শেখাবুত হাসপাতালে (প্রাক্তন মাফরাক হাসপাতাল) স্থানান্তর করা হয়। এখানে ৮ দিন লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ দেশটির স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

 

নিহতের অপর আত্মীয় এবং ভগ্নিপতি নাছির উদ্দীন জানান, আমিরুল বাবা-মা’র এক কন্যা ও দুই ছেলেসন্তানের মধ্যে বড় ছেলে। তিনি প্রায় ৪ বছর যাবত আমিরাত প্রবাসী। বর্তমানে তারা লাশ শেখাবুত হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পাঠানো হবে। এতে অগ্নিদগ্ধ অপর প্রবাসী বাংলাদেশি শারজাহ আল কাসেমি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট