চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কুয়েত-চট্টগ্রাম রুটে ফের বিমানের ফ্লাইট চালুর দাবি

কুয়েত প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৫৭ অপরাহ্ণ

করোনাকালীন বন্ধ হয়ে যাওয়া বিমানের কুয়েত টু চট্টগ্রামের ফ্লাইট পুনরায় চালুর দাবি জানিয়ে বাংলাদেশ বিমানের এমডি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীদের প্রতিনিধিরা।

 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়েতের বাংলাদেশ বিমানের অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বকর ছিদ্দীকির সাথে মতবিনিময় ও বিমানের এমডি বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

 

এ সময় প্রবাসী ব্যবসায়ী আবুল কাশেম, মো. শহীদুল আলম চৌধুরী, মো. মহিউদ্দিন, মো. আলী হোসেন, আবদুল কাদের, মামুনুর রশিদ, মো. শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বন্ধ হয়ে যাওয়া বিমানের ফ্লাইটি পুনরায় চালুর আশ্বাস দিয়ে কুয়েতের কান্ট্রি ম্যানেজার বলেন, কুয়েত টু চট্টগ্রাম রুটে ফ্লাইট পুনরায় চালু করতে সব ধরনের চেষ্টা করা হবে।

 

প্রবাসী প্রতিনিধিরা বলেন, এই দাবি প্রবাসীদের। ফ্লাইটটি চালু হলে বৃহত্তর চট্টগ্রামসহ নোয়াখালী ফেনী লক্ষীপুর কক্সবাজার ও তিন পার্বত্য জেলার প্রবাসীরা উপকৃত হবেন।

 

 

পূর্বকোণ/রিপন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট