চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

একযুগ পর গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

কুয়েত প্রতিনিধি

৭ জুলাই, ২০২৪ | ৪:৩০ অপরাহ্ণ

প্রায় একযুগ পর গৃহকর্মীদের (২০ নম্বর) ভিসা পরিবর্তন করে বেসরকারি খাতে (১৮ নম্বর) স্থানান্তর করার সুযোগ দিয়েছে কুয়েত সরকার। শনিবার (৬ জুলাই) কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ নতুন এই নিয়ম জারি করেন। নতুন এই নিয়মের মাধ্যমে কুয়েত প্রবাসী গৃহকর্মীরা চলতি বছরের ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে তাদের ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন।

শনিবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে খুশিতে উচ্ছ্বসিত দীর্ঘদিন অপেক্ষায় থাকা লাখো প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে কাজ করতে আসা গৃহকর্মীরা।

এতে করে নিয়োগকর্তা বর্তমান মালিকের কাছে এক বছর পূর্ণ হবে। অবশ্যই অনত্রে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। ৫০ কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতিবছর আকামা নবায়নের সময় ১০ দিনার ফি দিতে হবে।

শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হবে বলে জানানো হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন