চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাহরাইনে জাতীয় হিন্দু মহাজোটের শোকসভা

বাহরাইন সংবাদদাতা

১৪ জুন, ২০২৪ | ১১:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামার অদূরে জিদহাফস এরিয়ার অফিস কক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক সাতকানিয়ার বাহরাইন প্রবাসী বাসুদেব চৌধুরীর সহধর্মিণী মিতা চৌধুরীর অকাল মৃত্যুতে এ শোক সভা আয়োজন করা হয়।

 

পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। গীতা থেকে শ্লোক পাঠ করেন সজীব দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বকুল সূত্রধর।

 

বিষ্ণু পদ দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুকুমার যিশু, বিশেষ অতিথি বাহারাইনে বাংলাদেশ দূতাবাসের কোষাধ্যক্ষ সঞ্জয় পণ্ডিত।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সহযোদ্ধা বাসুদেব চৌধুরীর স্ত্রী মিতা চৌধুরীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। আসলে এই শোক সইবার নয়। তারপরও মেনে নিতে হবে, সবাইকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ইহকাল থেকে পরকালে যেতে হবে।

 

সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার যে সব শাখা বিলুপ্তি করা হয়েছে শিগগিরই তাদেরকে পূর্ণাঙ্গ কমিটিতে বাস্তবায়ন করা হবে।

 

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট