চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাহরাইন উই কেয়ারের পক্ষ থেকে ঈদ উপহার, ইফতার মাহফিল

বাহরাইন প্রতিনিধি

৯ এপ্রিল, ২০২৪ | ১০:৫৪ অপরাহ্ণ

বাহরাইনে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে টিম উই কেয়ার প্রতিবারের ন্যায় সোমবার (৮ এপ্রিল) বাহরাইনে তুবলিতে এইবারও আয়োজন করেছে ঈদ উপহার প্রদান অনুষ্ঠান। এ সময় প্রায় ৬ শ’ প্রবাসীর মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান ও বাহরাইন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারাল ড. ফারিয়াল খান।

 

আক্তারুজ্জামান সরকার ও নাজির আহমেদের যৌথ সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক নোমান ছিদ্দিকী, টিম উই কেয়ারের সদস্য সাইফুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সবার মাঝে ঈদ উপহার বক্স ও ইফতার পৌঁছে দেওয়া হয়। শেষে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ মিলন।

 

তিনি বলেন, প্রবাসীদের জন্য তারা যেন প্রতিনিয়ত মানবিক কাজ চালিয়ে যেতে পারে সেই কামনা করেন।

 

অনুষ্ঠানে পাকিস্তান ক্লাব, নেপাল ক্লাব, ইন্ডিয়ান গণমাধ্যমকর্মী ও বাংলাদেশি গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও আমন্ত্রিত কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ সোসাইটি‌, বাংলাদেশ বিজনেস ফোরাম, বাংলাদেশ বিজনেস কমিউনিটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি বাহরাইন, তা’লিমুল কুরআন, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, ইয়াং এসিসোয়েশন, কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম, কিশোর মেলা এবং অন্যান্য সামাজিক, আঞ্চলিক, ইসলামিক, রাজনৈতিক সংগঠনসহ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট