চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ওমরায় গিয়ে সড়কে প্রাণ গেল রাউজনের মা-মেয়ের, আহত ৫

ইউএই প্রতিনিধি

২ জানুয়ারি, ২০২৪ | ৭:০৫ অপরাহ্ণ

আবুধাবি থেকে ওমরাহর জন্য সৌদি আরব যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আবুধাবী প্রবাসী মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় গাড়ির আরও পাঁচজন গুরুতর আহত হয়ে দেশটির রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে তিন’শ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার রাউজানের নোয়াপাড়া নিবাসী এবং আবুধাবী প্রবাসী আবু তাহেরের স্ত্রী নুর জাহান (৪৭) ও তার কন্যা আমিরাহ জাহান (১৩)। আমিরাহ আবুধাবীর শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

 

দুর্ঘটনায় আহত আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম জানান, তার গাড়ির ৭ জন এবং অন্য গাড়ির ৬ জন, মোট ১৩ জন একইসাথে সৌদি আরবে ওমরাহ পালনের জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িটি নুরুল আলমের কন্যা রূপসা চালাচ্ছিলেন। প্রাডো গাড়িটির সামনের দিকের একটি টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। ফলে এই দুর্ঘটনা ঘটে।

 

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স পেলে লাশ নিহতদের আত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে। তাদের সিদ্ধান্তানুযায়ী সৌদি আরবে বা দেশে দাফন করা হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট