চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কানাডা প্রবাসী অর্থোপেডিক সার্জন ডা. শরিফ উদ্দিনের ইন্তেকাল

বিজ্ঞপ্তি

২৮ নভেম্বর, ২০২৩ | ৫:২৯ অপরাহ্ণ

কানাডা প্রবাসী ভাষাসৈনিক ও অর্থোপেডিক সার্জন ডা. শরিফ উদ্দিন খালেদ (শরিফ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে কানাডার ইউনিপেগে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ডা. শরিফ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পীরখাইন এলাকার ঐতিহ্যবাহী শরীফ বংশের উত্তরাধিকার শরিফ উদ্দিন ‘আশরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়’র প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি বহু মসজিদ-মাদ্রাসায় আর্থিক অনুদানসহ জনহিতকর কাজে সম্পৃক্ত ছিলেন।

 

ডা. শরীফ ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালে সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে জড়িত ছিলেন এবং সেসময় ভাষা আন্দোলনে অংশগ্রহণের এক পর্যায়ে গ্রেপ্তার হয়ে কয়েকমাস কারাবরণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কানাডায় জনমত গঠন ও আর্থিক তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

আগামীকাল কানাডার ইউনিপেগে নামাজে জানাজা শেষে স্থানীয় মুসলিম কমিউনিটির কবরস্থানে তাকে দাফন করার রয়েছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট