চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মোজাম্বিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞপ্তি

১৪ নভেম্বর, ২০২৩ | ৩:৩১ অপরাহ্ণ

আফ্রিকার দেশ মোজাম্বিকে দোয়া-আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মোজাম্বিক কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে মোজাম্বিক আলতো মুলুক শহরে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মোজাম্বিক কেন্দ্রীয় যুবলীগের সাবেক আহবায়ক মফিজ উদ্দিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কাজী আরিফ মাহমুদ, সিফাত হোসেন রিয়াদ, রফিকুল ইসলাম, এমরান সিকদার, মোজাম্বিক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোরশেদুল আলম মিশু, দিদারুল আলম, কাইছার উদ্দিন, আরকানুল ইসলাম, নোমান, মিনহাজসহ মোজাম্বিকের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাম্বিক কেন্দ্রীয় যুবলীগ নেতা এম আর মুজিব।

এ সময় অতিথিবৃন্দ যুবলীগের ইতিহাস তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট