বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী ওমান বিএনপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসমাইল মনসুরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি অনুমোদন দেওয়া হয়।
এতে নাসির সিকদারকে আহ্বায়ক ও আকবর আলিকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া মো. মনসুর, আমিনুল ইসলাম পারভেজ ও মুসলিম উদ্দীন খাঁনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
একই কমিটির সদস্যরা হলেন- সাঈদ আহমেদ, ইমদাদ বিন আমিন, মেজবাহ্, ফয়সাল আহমেদ, খোকন, হাসেম, লোকমান, হাসান বিন সুলতান, পিয়ারুল ইসলাম সিকদার, আশরাফুজ্জামান পরাগ, কাজী মোহাম্মদ ইসমাইল।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ