চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের ঈদে মিলাদুন্নবী উদযাপন

ইউএই প্রতিনিধি

৬ অক্টোবর, ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। দেশটির নাফিম হোটেলে বৃহস্পতিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল সভাপতিত্ব করেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক ইউএই অপারেশনের প্রধান নির্বাহী কামরুজ্জামান, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম এবং জনতা ব্যাংক আবুধাবি শাখার ব্যবস্থাপক রেজাউল হক। এতে হামদ না’ত, কিয়াম ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হোসেন আল কাদের, মাওলানা আবু বকর, মাওলানা মো. ইউনুস ও মাওলানা মমতাজুল ইসলাম।

 

এতে বক্তারা প্রকৃত মুমিন বান্দা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সবাইকে নবীর আদর্শ ও জীবন দর্শন অনুসরণের আহ্বান জানান।

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট