চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে বাংলাদেশ সমিতির জাতীয় শোক দিবস পালিত

ইউএই সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৩ | ৬:১০ অপরাহ্ণ

আবুধাবীর বাংলাদেশ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত।

 

সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও আবুধাবী জনতা ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল হক।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, সমিতির সহ-সভাপতি শওকত আকবর, প্রকৌশলী আশীষ বডুয়া, অধ্যাপক আবু তাহের, মঈন উদ্দিন, সৈয়দ লুৎফর রহমান, জাকির হোসেন জসিম, আবু তাহের তারেক, আক্তার হোসেন রাজু, বশির ভূঁইয়া, মোহাম্মদ আলী, মাহবুব খন্দকার প্রমুখ।

 

এতে বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর মত একজন নেতাকে আমরা পেয়েছিলাম এটা আমাদের সৌভাগ্য। পৃথিবীর বহু স্বাধীনতাকামী মানুষ এমন নেতৃত্বের অভাবে মুক্তি অর্জন করতে পারেনি।

 

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশে সক্রিয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট