চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাহরাইনে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

বাহরাইন প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৩ | ৩:৫২ অপরাহ্ণ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের পারস্য দ্বীপ রাষ্ট্র বাহরাইনে চালু হল ই-পাসপোর্ট সেবা। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (১১ অগস্ট) বিকাল ৪টায় কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্টের এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করার মধ্যে দিয়ে এই সেবার উদ্বোধন করেন রাষ্ট্রদূত।

 

বিদেশস্থ ২৯টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান ছিল। ৩০তম মিশন হিসেবে বাহরাইনের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হল।

 

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফয়সল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের, উপপ্রকল্প পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর (দূতালয় প্রধান) এ কে এম মহিউদ্দিন কায়েস। এছাড়াও ই-পাসপোর্ট প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

এতে প্রধানমন্ত্রী কার্যালেয়র সদস্য রূপালী মন্ডল, মো. মোস্তফা জালাল খান, নাদিরা আক্তারসহ বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট