আবুধাবী প্রবাসী রাউজানের আবু বক্কর দিদার আবুধাবীর ফজিরায় একটি ফার্নিসার দোকানে কর্মরত অবস্থায় আহত হয়ে ১১ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আবুধাবীর ফজিরায় ২১ জুন দুপুরে ফার্নিসার দোকানে কাজ করার সময় তার বুকে গাছের বড় টুকরো ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। শনিবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় দেশের এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবু বক্কর দিদার চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চৌধুরী হাটের আমিন ফকির বাড়ির মো. নাছিরের ছেলে। তিন ভাইয়ের মধ্যে দিদার সবার বড়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ইউপি সদস্য মো. সেকান্দর হোসেন বলেন, পরিবারটির অভাব অনটন দূর করতে দীর্ঘ দুই বছর আগে বিদেশ যান দিদার। কিন্তু দিদারের মৃত্যুতে পরিবারটির ভাগ্যোন্নয়নের পথে বাধার সৃষ্টি হবে বলে ধারণা সকলের।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ