চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ওমানের সড়কে প্রাণ গেল হাটহাজারীর মান্নানের

হাটহাজারী সংবাদদাতা

২২ জুন, ২০২৩ | ৯:৫০ অপরাহ্ণ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর মো. আবদুল মান্নান (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় পাওয়া জানা যায় নি।

 

নিহত আবদুল মান্নান হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাওলানা সেকুল ইসলাম বাড়ির মৃত মুহাম্মদ মিয়ার ছেলে। আবদুল মন্নানের স্ত্রী, ৮ ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

 

বুধবার (২১ জুন) ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ওমানের ওয়ালিয়াদ মুদাবি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের এলাকার ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছিমা আক্তার।

 

তিনি জানান, আবদুল মান্নান নিজে একটি পিকআপ গাড়ি চালিয়ে যাওয়ার পথে অপর একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি জীবিকার তাগিদে ২০০২ সালে ওমানে যান। এরপর বেশ কিছুদিন চাকরি করার পর নিজে ফানির্চার এর ব্যবসা শুরু করে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট