চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন ফটিকছড়ির আইউব

ইউএই সংবাদদাতা

১৬ জুন, ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ওয়ার্ল্ড এনআরবি’র মহাসচিব আইয়ুব আলী বাবুল সিআইপি আরব আমিরাত সরকারের গোল্ডেন ভিসা পেয়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ জুন) ১০ বছর মেয়াদি সম্মানসূচক এই রেসিডেন্সি ভিসা পান তিনি।

 

ইনভেস্টর ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা প্রাপ্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধুরুং ইউনিয়নের বাসিন্দা, দুবাই প্রবাসী উদ্যোক্তা আইয়ুব আলী বাবুল আল সাদা ইঞ্জিনিয়ারিং স্টিল কনস্ট্রাকশন কোম্পানি ও আল নাম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা।

 

আমিরাতে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক সংগঠন, রাজনীতি ও প্রবাসী ব্যবসায়িক সংগঠনের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত।

 

এছাড়া আমিরাতের বাণিজ্য নগরী দুবাই, আজমানে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশে ও প্রবাসে জনহিতকর কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

 

পূর্বকোণ/জাহাঙ্গির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট