উত্তর আমিরাতে বাংলাদেশের শক্তিশালী সংগঠন ‘বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমাহ’র নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩১ মে) রাতে দেশটির গ্র্যান্ড হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু ও মোহাম্মদ জাফর চৌধুরীর সঞ্চালনায় এবং মনোনয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর আলম।
২০২৩-২০২৪ সালের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. আবুল ফজল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু। এছাড়া মোহাম্মদ জাহাঙ্গীরকে সিনিয়র সহ সভাপতি ও মোহাম্মদ জাফর চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি পেয়ার মোহাম্মদ, ইঞ্জিনিয়ার আক্তার, তৌহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, জসীম উদ্দীন, আলমগীর আলম, বাদশা মিয়া, কাজল রায় প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/এএইচ