চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের তিনদিন ব্যাপী অষ্টম বৈশ্বিক পুনর্মিলনী শুরু হয়েছে। শুক্রবার (২৬ মে) নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া মেরিয়ট হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়। পুনর্মিলনীর প্রথম দিনে রেজিস্ট্রেশন, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং মধ্যরাতে নিউইয়র্কের প্রাণকেন্দ্রে আনন্দবিহার অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ ছাড়াও, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রায় ৪০০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যারা এই পুনর্মিলনীতে অংশ নিচ্ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রয়েছে- বৈজ্ঞানিক সেমিনার, ব্রডওয়ে শো এবং বর্ণাঢ্য নৈশভোজ। দ্বিতীয় দিনের শেষ পর্বে থাকবে দেশের প্রথিতযশা শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূর্বকোণ/পিআর/এএইচ