চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

হজে কুড়িয়ে পাওয়া ৭ লাখ ফ্রাংক ফি‌রিয়ে দিলেন বাংলাদেশি হাজী

সৌদিআরব সংবাদদাতা

২ জুলাই, ২০২২ | ১০:০২ অপরাহ্ণ

সৌদিআরবের পবিত্র মদিনা মনোয়ারায় হজে গিয়ে কুড়িয়ে পাওয়া ৭ লাখ সিএফএ ফ্রাঙ্ক মালিককে ফেরত দিয়েছে হজ করতে যাওয়া আবদুর রহমান নামের এক বাংলাদেশি হজযাত্রী।

সৌদিআরবের মদিনায় কয়েকদিন আগে এই ঘটনা ঘটে।

বাংলাদেশি হজযাত্রী আবদুর রহমান প্রধান। তিনি ঢাকার ডেমরার বাসিন্দা। টাকার মালিক বুরকিনা ফাসোর নাগরিক। তিনিও মদিনায় অবস্থান করছেন।

জানা যায়, হজ কর‌তে গিয়ে ঢাকার ডেমরার আব্দুর রহমান প্রধান গত সোমবার মদীনা শরীফে এক‌টি বৈদে‌শিক মুদ্রার বা‌ন্ডিল কু‌ড়িয়ে পান। যেগু‌লো ছি‌ল আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মুদ্রা ফ্রাংক। তি‌নি হি‌সাব করে দেখেন সেখানে ৭ লাখ ফ্রাংক রয়েছে। যা বাংলাদেশি মূদ্রায় প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

এরপ‌র তিনি ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ অর্থাৎ কিছু আফ্রিকান ফ্রাংক পাওয়া গেছে লেখা কাগজ হা‌তে মস‌জিদে নববীর আশেপাশে প্রকৃত মা‌লিক‌কে খুঁজতে থাকেন।

টাকা পাওয়া গেছে লিখে মসজিদে নববীতে হারানো মালিককে খুঁজেন আবদুর রহমান। এদি‌কে ফ্রাংকগু‌লো হা‌রি‌য়ে হজ কর‌তে আসা আফ্রিকান ব্যাক্তিটিও তার হারানো অর্থ খুঁজতে থা‌কেন। গতকাল আব্দুর রহমান‌কে ‘সাম আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ লেখা কাগজ হা‌তে দাঁ‌ড়ি‌য়ে থাক‌তে দে‌খেন তিনি। পরে প্রমাণ ক‌রেন, তি‌নিই সেই ফ্রাংকগুলোর আসল মা‌লিক‌।

প্রমাণ পে‌য়ে সেই ফ্রাং‌কের বা‌ন্ডিল প্রকৃত মা‌লি‌কের হা‌তে তু‌লে দেন আব্দুর রহমান‌। নি‌জের হা‌রি‌য়ে যাওয়া অ‌র্থ ঠিকভা‌বে ফি‌রে পে‌য়ে আন‌ন্দের আতিশয্যে তাকে জড়ি‌য়ে ধ‌রেন সেই আফ্রিকান ব্যাক্তি।

এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আবদুর রহমান তার ফেসবুক পোস্টে বলেন, টাকা ফেরত পাওয়ার পর বুরকিনা ফাসোর নাগরিক তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।

টাকা ফিরিয়ে দেওয়ার কিছু ছবিও পোস্ট করেন আবদুর রহমান। টাকা পেয়ে আবদুর রহমানকে জড়িয়ে ধরেন ঐ ব্যক্তি।

এদিকে মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক কর্মকর্তা বলেন, ‘একজন বাংলাদেশি নাগরিকের এমন মহৎ দৃষ্টান্ত অবশ্যই বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করবে।’

তিনি আরও বলেন, ‘এই কাজের জন্য ধন্যবাদ জানাতে আমরা ওই বাংলাদেশি হাজিকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্টটি শেয়ার করে আবদুর রহমানের সততা ও উদারতার প্রশংসা করেছেন।

 

পূর্বকোণ/কামাল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট