
চিকিৎসা বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য রোগ নিরাময়; তবে একজন চিকিৎসকের মানবিক আচরণ একটি আশ্বস্ত করা হাসি কিংবা রোগীর কাঁধে ভরসার হাত অনেক সময়ই চিকিৎসার কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে তোলে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোবটিক সার্জারি, টেলিমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির মাঝেও মানবিকতার এই মৌলিক মূল্যবোধ ধরে রাখতেই ‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে “SMCH Summit 2025”।
আগামী ৪ ডিসেম্বর সাউদার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে সারাদিনব্যাপী এই প্রথম দেশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সম্মেলনের সার্বিক তথ্য উপস্থাপন করেন সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে উদ্দেশ্য, আয়োজন, অংশগ্রহণকারী গবেষক, বিশেষ সেশন ও উদ্ভাবন প্রদর্শনীসহ সকল তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেন আয়োজকরা।
মনোরম পাহাড়ঘেরা সাউদার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
সম্মেলনে দেশি-বিদেশি কয়েকশ গবেষক অংশগ্রহণ থাকবে। মোট ৪৫২ জন গবেষক ও চিকিৎসক সম্মেলনে যোগ দেবেন এবং উপস্থাপন করবেন ৬৩টি বৈজ্ঞানিক গবেষণা পত্র। এর মধ্যে ইন্দোনেশিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে চারজন আন্তর্জাতিক গবেষক তাঁদের গবেষণা তুলে ধরবেন। গবেষণার বিষয়বস্তু হিসেবে থাকছে স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্যপ্রযুক্তি, মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, গণস্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগ, মাইক্রোবায়োলজি এবং মৌলিক চিকিৎসাবিজ্ঞান।
সম্মেলনে দেশের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী এবং গবেষকরা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. সায়েবা আখতার, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, অধ্যাপক ডা. রোবেদ আমীন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষসহ অন্য বিশেষজ্ঞরা।
সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে কয়েকটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে। এসব প্রকল্পের তত্ত্বাবধানে আছেন কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম। উল্লেখযোগ্য উদ্ভাবনগুলো হলো Gluco-Patch: স্বয়ংক্রিয়ভাবে রক্তে গ্লুকোজ কমে যাওয়ার আগেই (হাইপো) সংকেত শনাক্ত করে মাইক্রো-ডোজ সরবরাহ করতে সক্ষম ডিভাইস।
থ্যালাসেমিয়া স্ক্রিনিং কিট: সাশ্রয়ী, সহজলভ্য ও গ্রামীণ এলাকায় ব্যবহারযোগ্য টেস্ট কিট।
মৃগিরোগ সতর্কীকরণ ডিভাইস: শব্দ, তাপমাত্রা, কম্পন বা আলো বেড়ে গেলে রোগীর ফোন ও অভিভাবকের ফোনে সতর্কবার্তা পাঠানো ওয়্যারেবল সিস্টেম।
সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম দেশি-বিদেশি গবেষক, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।
সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি ও উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর লোগো, থিম ও ব্যানার মোড়ক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
মোড়ক উন্মোচন করেন সাউদার্ন মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম। থিম উপস্থাপন করেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম। সাউদার্ন মেডিকেল কলেজের পক্ষ থেকে সম্মেলনের রেজিস্ট্রেশনও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে, যা উদ্বোধন করেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী।
পূর্বকোণ/এএইচ