চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে আন্তর্জাতিক মানের চার্টার্ড একাউন্টেন্সি, ACCA পড়ার সুযোগ!

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৪ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে নানা বিষয়ে ক্যারিয়ার গড়ার হাতছানি। পুরো জীবনের গতিপথ ঠিক করবে এই সময়ের সঠিক একটি সিদ্ধান্ত। তাই ক্যারিয়ার বিশেষজ্ঞদের অভিমত— বেছে নিতে হবে এমন একটি বিষয় যেটি একজন শিক্ষার্থীর মেধার সাথে সাযুজ্যপূর্ণ এবং ভবিষ্যৎ কর্মবাজারে চাহিদাসম্পন্ন। চার্টার্ড সার্টিফায়েড একাউন্ট্যান্সি এমনই একটি প্রফেশনাল কোর্স যা একজন মেধাবী শিক্ষার্থীর ক্যারিয়ারকে দেশ ছাড়িয়ে নিয়ে যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে।

বন্দরনগরী চট্টগ্রামে আন্তর্জাতিক এই কোর্স করার সুযোগ নিয়ে এসেছেন চট্টগ্রামেরই এক কৃতী সন্তান, ACCA (UK) Qualified মো. মহিউদ্দিন সুমন প্রতিষ্ঠিত Professional School of Business (PSB)। এটি ACCA অনুমোদিত চট্টগ্রামের একমাত্র Gold ALP (Approved Learning Partner) প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কোর্সের নানা দিক তুলে ধরেছেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর এনামুল হক।

ACCA (এসিসিএ) কী?

The Association of Chartered Certified Accountants (ACCA) হলো যুক্তরাজ্যের একটি Chartered Accounting Body, যার স্বীকৃতি আছে বাংলাদেশসহ বিশ্বের ১৮০টি দেশে। এটি একটি যুক্তরাজ্যভিত্তিক পেশাদারি প্রতিষ্ঠান, যা ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়। ফিন্যান্স ও অ্যাকাউন্ট্যান্সি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বব্যাপী কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২,৫৭,০০০ এবং শিক্ষার্থী ৫,৩০,০০০-এরও অধিক। বাংলাদেশেও এসিসিএর ৫০০–র বেশি সদস্য এবং প্রায় ১০,০০০ শিক্ষার্থী আছেন।

ACCA কি একটি একাডেমিক ডিগ্রি?

স্নাতক বা স্নাতকোত্তরের মতো ACCA কোনো একাডেমিক ডিগ্রি নয়। এটি একটি পেশাগত দক্ষতার সনদ। অনেক পেশাজীবী কর্মজীবনের পাশাপাশিও বাড়তি দক্ষতা অর্জনের জন্য ACCA করেন। বিশ্বের অনেক দেশে এটি স্বীকৃত ও গ্রহণযোগ্য একটি পেশাগত দক্ষতার সনদ। বিশেষ করে হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা ব্যবস্থাপনা খাতে যাঁরা সফল ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এর কোনো বিকল্প নেই।

লেখাপড়ার কোন পর্যায়ে ACCA-তে ভর্তি হওয়া যায়?

ACCA-তে বর্তমানে আপনি দুইভাবে প্রবেশ করতে পারেন—

HSC/O-Level এর পর অথবা • Graduation/A-Level এর পর।

HSC/O-Level এর পর প্রবেশ করলে আপনি ACCA-এর ফাউন্ডেশন কোর্স করে তারপর ACCA-এর মূল কোয়ালিফিকেশনে প্রবেশ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি ACCA-এর Applied Knowledge Level ছাড় পাবেন এবং সরাসরি Applied Skills Level থেকে শুরু করতে পারবেন।

আপনার যদি Graduation অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকে তবে ফাউন্ডেশন ডিপ্লোমা ছাড়াই সরাসরি এতে ভর্তি হতে পারবেন।

এই কোর্স শেষ করে কী কী সার্টিফিকেট অর্জন করা যায়?

তিনটি ধাপে মোট ১৩টি পেপারের সমন্বয়ে বর্তমানে ACCA কোয়ালিফিকেশনের কোর্স প্ল্যান নির্ধারিত। যেখানে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাকাউন্টিং-এর মতো বিষয়ে উচ্চতর জ্ঞান লাভ করা যায়।

উচ্চমাধ্যমিক বা O-Level পাস করে ACCA শেষ করতে হলে একজন শিক্ষার্থীকে Foundation Diploma (৪ পেপার) দিয়ে শুরু করতে হয়। তারপর Applied Skills Level-এ এসে University of London থেকে BSc in Professional Accountancy সনদ নেওয়ার সুযোগ আছে।

এই ধাপ পেরোনোর পর আসে কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতা নেওয়ার পালা। অধিকাংশ শিক্ষার্থী তখন তাঁর কর্মক্ষেত্র বেছে নেন। হাতে-কলমে এই অভিজ্ঞতা জরুরি বলেই ACCA-কে পেশাগত দক্ষতার সনদ বলা হয়।

সবশেষ ধাপটিকে বলা হয় Strategic Professional। এই ধাপের জন্য মোট ৪টি প্রফেশনাল পেপার শেষ করতে হয়। সঙ্গে দরকার হয় ৩৬ মাস (অর্থাৎ ৩ বছর) কাজের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শেষে একজন ছাত্র/ছাত্রী ACCA মেম্বার হিসাবে স্বীকৃতি পেয়ে থাকেন।

এছাড়াও Strategic Professional ধাপ শেষ করে University of London থেকে MSc in Professional Accountancy নেওয়ার সুযোগ থাকে।

এই কোর্সের পরীক্ষা পদ্ধতি

পুরো প্রক্রিয়ায় বেশির ভাগ পরীক্ষাই সম্পন্ন হয় অনলাইনে, ACCA-র Exam Partner ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে। সম্পূর্ণ ব্রিটিশ কারিকুলামের এই কোর্সের লেখাপড়া ও পরীক্ষা দিতে পারবেন দেশে বসে এবং সকল ডিগ্রি ও সার্টিফিকেট দেবে ACCA, UK। চাইলে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন বিশ্বের যে কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে।

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য সুখবর হলো— PSB এখন ACCA Licensed CBE (Computer-Based Exam) Centre। অর্থাৎ একজন ছাত্র/ছাত্রী চট্টগ্রামে বসেই এই Globally Recognized Chartered Certified Accountancy কোয়ালিফিকেশন অর্জন করতে পারেন।

চাকরির বাজারে ACCA- চাহিদা কেমন?

যুক্তরাজ্যভিত্তিক এই ডিগ্রি সারা বিশ্বেই চাকরির বাজারে সমাদৃত। ACCA, UK একটি আন্তর্জাতিক ডিগ্রি, তাই দেশে-বিদেশে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, বহুজাতিক ও দাতা সংস্থায় সহজেই উচ্চপদে চাকরি পেতে পারেন ACCA কোয়ালিফিকেশন নিয়ে। আর Chartered Certified Accountant-দের চাকরি হয় অত্যন্ত সম্মানজনক ও উচ্চবেতনে।

কোথায় পড়বেন?

চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের জন্য নাসিরাবাদ এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ACCA অনুমোদিত চট্টগ্রামের একমাত্র Gold Approved Learning Centre—Professional School of Business (PSB)।

অত্যাধুনিক ক্লাস ও স্টাডি মেটেরিয়ালসের মাধ্যমে এখানে পাঠদান করেন ACCA Qualified অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় PSB’র শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করছে। ফলে প্রতি বছর আমরা Global Standard অর্জন করতে সক্ষম হচ্ছি।

কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য স্বনামধন্য চার্টার্ড একাউন্টেন্সি ফার্মে ইন্টার্নশিপের ব্যবস্থা রেখেছি আমরা। ইতোমধ্যে PSB’র অনেক মেধাবী শিক্ষার্থী KPMG, PwC, EY, Deloitte-এর মতো Global Big 4 সিএ ফার্মে কাজ করার সুযোগ পাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন: British American Tobacco, Youngone, Unilever, Midas Safety, Grameenphone, Robi, HSBC Bank ইত্যাদি প্রতিষ্ঠানে উচ্চপদে চাকরি করছে।

তাই বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ রাখতে চাইলে এইচএসসির পর ACCA হতে পারে জীবন বদলে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত।

সম্পর্কিত আরও তথ্য জানতে ভিজিট করতে পারেন

 www.accaglobal.com  এবং  www.psbctg.com  সাইট দুটি। লগ ইন করতে পারেন  PSBCTG ফেসবুক পেইজে। অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন— Professional School of Business (PSB), বাদশা মিঞা বিল্ডিং (২য় তলা), নাসিরাবাদ হাউজিং সোসাইটি, ১নং রোডের বিপরীতে, চট্টগ্রাম।ফোনঃ  ০১৯৭৮-০০৩০২৯, ০১৯৭৮-০০৩০২৮, ০১৬০১০০৩০২৮।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট