চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ, শিবিরের নিন্দা ও প্রতিবাদ
ফাইল ছবি

চাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ, শিবিরের নিন্দা ও প্রতিবাদ

বিজ্ঞপ্তি

২৬ আগস্ট, ২০২৫ | ১১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। তারা বলেছে, ছাত্রদল উদ্দেশ্যমূলকভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে  শিবিরের চবি শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ ৩৬ বছর শিক্ষার্থীরা বৈধ ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের পর চাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হলেও, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বমুহূর্তে ছাত্রদলের ‘চক্রান্তমূলক’ কর্মকাণ্ড শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা।

 

গত ২৪ আগস্ট শিবির তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। পরে ২৫ আগস্ট ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে রেজিস্ট্রার ও প্রক্টরের পদত্যাগ দাবি করে। পরবর্তীতে রেজিস্ট্রারের মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ক্যাম্পাসে ঝটিকা মিছিলও করে।

 

শিবিরের দাবি, ছাত্রদল প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছে, তার কোনো ভিত্তি নেই। বরং প্রমাণ ছাড়া শিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এটি শিবিরকে হেয় করার ষড়যন্ত্র বলে উল্লেখ করে তারা।

 

যৌথ বিবৃতিতে নেতারা আরও বলেন, ক্যাম্পাসের ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনকে আহ্বান জানাচ্ছি—সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করে চাকসু নির্বাচনে বাধা সৃষ্টি করে এমন কার্যক্রম থেকে বিরত থাকুন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট