
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটা দিকে চাকসু ভবনের সামনে শাখা ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য দুইবার সকল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে। সর্বশেষ বৈঠকে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, চাকসুর পরিচালক, প্রক্টরসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়, চাকসুর প্রার্থিতা শুধুমাত্র নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে।
কিন্তু সংশোধিত গঠনতন্ত্রে এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদেরও ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের প্রতিশ্রুতির পরিপন্থী বলে তিনি জানান। তিনি এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
তিনি আরও বলেন, সংশোধিত গঠনতন্ত্রে দপ্তর সম্পাদক পদটি শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক এবং ক্ষমতায়নের পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসন কেন এই পদে নারীদের অযোগ্য মনে করছে।
খাবারের মান নিয়ে অসন্তোষ ব্যক্ত করে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর খাবারের সমস্যা বিরাজ করছে। যেহেতু চাকসু শিক্ষার্থীদের প্রতিনিধি সংগঠন, তাই গঠনতন্ত্রের ধারা-১২-এ স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে খাদ্য নিরাপত্তা বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।
গঠনতন্ত্রের ধারা-১০ নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন এবং তার কার্যপরিধি সম্পর্কে স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। ভোটকেন্দ্র নির্ধারণেও অস্পষ্টতা বিরাজ করছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য তিনি ভোটকেন্দ্র অনুষদে স্থানান্তরের প্রস্তাব দেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করছে, হলে মিল পদ্ধতিতে আধিপত্য প্রতিষ্ঠা করছে, মব সৃষ্টি করছে। নারীদের প্রতি প্রশাসনের বিমাতাসুলভ আচরণ, গুপ্ত হামলায় প্রশাসনের নীরবতা, অতীতের অপরাধীদের শাস্তি দিতে অনীহা—এসব বিষয় উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ