
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তি, বিভাগের দুই শহিদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুলাই) সকাল ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই স্মরণসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. শামীমা হায়দার এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা। শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল-মাসুম।
স্মরণসভায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইতিহাস বিভাগের দুই শহিদের নামে স্থাপনার নামকরণ ও তাঁদের স্মৃতিবিজড়িত কার্যক্রম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ