চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক পাটওয়ারী
অধ্যাপক পাটওয়ারী

চবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক পাটওয়ারী

চবি সংবাদদাতা

২০ জুলাই, ২০২৫ | ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সদ্য সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। তার জায়গায় নতুন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদকে।

 

আজ রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, চবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় তার জায়গায় নতুন পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদক। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দু’টি শর্তে এ দায়িত্ব পালন করবেন।

 

শর্ত দুটি হলো- নিয়োগ যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট