চট্টগ্রাম শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল চবি ছাত্রদল

চবি সংবাদদাতা

২৯ মার্চ, ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ

ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আশপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ সামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। এ সময় প্রায় অর্ধশতাধিক শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

 

শনিবার (২৯ মার্চ) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির ৫৪ জন ভাসমান শিশুর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এদের মধ্যে ১৮ জন ছেলেকে পাঞ্জাবি-পায়জামা এবং ৩৬ জন মেয়েকে স্কার্ট দেওয়া হয়। উপহার বিতরণ শেষে শিশুদের জন্য ইফতারের ব্যবস্থাও করা হয়।

 

এ বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমরা বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সুবিধাবঞ্চিত শিশুরাও যাতে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। তারা যদি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়, তাহলে একদিন দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে।

 

উল্লেখ্য, এই কার্যক্রমে সহায়তা করেছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সংগঠন ‘পথের পাঁচালী’। এছাড়া, চবি ছাত্রদলের বিভিন্ন অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট