চট্টগ্রাম মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

নিলস স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট সিজন ৫: দক্ষতা বৃদ্ধির এক অনন্য সমাপ্তি

চবি সংবাদদাতা

৪ মার্চ, ২০২৫ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট সিজন ৫-এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। দুই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য চমৎকার সেশনের আয়োজন করা হয়।

 

প্রোগ্রামে প্রেজেন্টেশন, গ্রাফিক ডিজাইন, জনসমক্ষে বক্তব্য, পোস্টার তৈরি, গবেষণা পদ্ধতি, প্রবন্ধ রচনা এবং পেশাদার জীবনবৃত্তান্ত তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ প্রশিক্ষকগণ। শিক্ষার্থীরা বাস্তব জীবনে প্রাসঙ্গিক ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান এবং প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। অতিথি ও প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

 

এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সময় টিভি, দৈনিক পূর্বকোণ এবং ম্যাস মিডিয়া পার্টনার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফুড পার্টনার ছিল স্ন্যাকজা।

 

নিলস স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে প্রস্তুত করেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনের উন্নতিতে সহায়তা করবে।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট