সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ষোলশহর রেলস্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা, সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা এবং চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ।
নেতারা জানান, গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় নতুন নির্মাণাধীন একটি আবাসিক হলের নাম যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফজলুল কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর একজন প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন এবং তার বাড়ি গুডস হিল মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে।
নেতারা আরও বলেন, যিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় বিরোধিতা করেছেন এবং মুক্তিযোদ্ধাদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের নামকরণ স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
ছাত্র ইউনিয়ন নেতারা দাবি করেন, এই সিদ্ধান্ত দেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অসম্মান এবং এর মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, তাদের এই সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে হবে। অবিলম্বে আবাসিক হলটির নাম ফজলুল কাদের চৌধুরীর পরিবর্তে স্যার জামাল নজরুল ইসলামের নামে ঘোষণা করতে হবে।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ