চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সিটি কলেজের অধ্যক্ষ সুদীপাকে বদলি করে নতুন পদায়ন

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ

অধ্যক্ষ সুদীপা দত্তকে বদলি করে নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে। এখন সিটি কলেজের নতুন অধ্যক্ষ হলেন সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ ।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আগামী ১৫ অক্টোবরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় একই দিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

 

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে গাছবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শেফায়েত হোসেন ও নোয়াখালী সরকারি মুজিব কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মিনারুল ইসলামকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পদায়ন করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট