ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে ছাত্রলীগের নির্যাতনে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রামের চকবাজারে একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন। এছাড়া অতিথি ছিলেন চবির সাবেক ব্যবসায় শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে প্রথম সন্ত্রাসমুক্ত স্বাধীন ক্যাম্পাস হয়ে উঠেছিল বুয়েট। একইসাথে আবরার ফাহাদের শাহাদাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের মাঝে জনমত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রেখেছে।
চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, আবরার ফাহাদ নিয়মিত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন, এ জন্য তাকে শিবির হিসেবে সন্দেহ করা হয়। এমনকি দেশের পক্ষে কথা বলার কারণে অনেক মুক্তিযোদ্ধাকেও রাজাকার ট্যাগ দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিগত ১৫ বছরে। এরকম নানা ট্যাগ দিয়েও সচেতন তরুণ প্রজন্মকে আটকে রাখা যায়নি। বরং তাদের হাত ধরেই এসেছে নতুন স্বাধীনতা। সেই তরুণরাই আজ সফল গণ-অভ্যুত্থানের নায়ক। আবরার ফাহাদ বেঁচে থাকবে নতুন বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ